8880

04/21/2025 হিমেলের ব্যবহৃত শেষ চিহ্নগুলো বিদায় নিলো রাবির হল থেকে

হিমেলের ব্যবহৃত শেষ চিহ্নগুলো বিদায় নিলো রাবির হল থেকে

রাজটাইমস ডেস্ক

২ মার্চ ২০২২ ০৪:৩৬

ট্রাক চাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র হিমেলের স্মৃতি বিজড়িত শহীদ শামসুজ্জোহা হলের ২১২ কক্ষে থাকা তার ব্যবহৃত শেষ স্মৃতিচিহ্ন জামা-কাপর, বইপত্র ও যাবতীয় আসবাবপত্র পরিবারকে বুঝিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় হল প্রশাসন।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নুর ও শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ মো: একরামুল ইসলামের উপস্থিতিতে নিহত হিমেলের মা ও মামার নিকট তার যাবতীয় আসবাবপত্র বুঝিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলি, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক টি.এম.এম নূরুল মোদাচ্ছের চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক এ.কে. এম আরিফুল ইসলাম ও হিমেলের নানা।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনের সড়কে ট্রাক চাপায় গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল ঘটনাস্থলেই মারা যান। তিনি শহীদ শামসুজ্জোহা হলের প্রথম বøকের ২১২ নাম্বার কক্ষে থাকতেন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]