8882

04/20/2025 পটলের কেজি ১৬০ টাকা!

পটলের কেজি ১৬০ টাকা!

রাজটাইমস ডেস্ক

২ মার্চ ২০২২ ০৫:৩১

ক্রমশ ক্রয় ক্ষমতার নাগালের বাইরে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ কাঁচাবাজার।দিনাজপুরের হিলিতে মৌসুম শুরু হওয়ার আগে থেকেই বাজারে উঠতে শুরু করেছে পটল। আর প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা দরে। ফলে সাধ্যের বাইরে ক্রয় করতে পারছে না অধিকাংশ ক্রেতা।

বিক্রেতারা জানান, গত এক সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা কমেছে দাম। মঙ্গলবার হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারের পটল বিক্রেতা সোহেল রানা জানান, কাঁচা সবজির দাম অনেকটাই বেশি। তবে পটলের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি প্রকারভেদে বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা। পাইকারি বাজারে ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও মঙ্গলবার হিলির খুচরা বাজারে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ক্রেতা অনেক কম।

হিলি বাজারে সবজি কিনতে আসা মাসুদ রানা জানান, কয়েক দিন আগে টিভিতে দেখলাম, ঢাকার বাজারে পটল উঠেছে। সেই থেকেই কেনার ইচ্ছা ছিল। আজ বাজার করতে এসে দেখি বাজারে অসময়ের পটল বিক্রি হচ্ছে। তবে স্বাদ নিতে সামান্য পরিমাণে কিনলেও দাম অনেক বেশি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]