8893

09/20/2024 ইউক্রেনে রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজে, ইঞ্জিনিয়ার নিহত

ইউক্রেনে রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজে, ইঞ্জিনিয়ার নিহত

রাজটাইমস ডেস্ক

৩ মার্চ ২০২২ ১৮:৪৫

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শিকার হল বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজ। জাহজটির উপর রকেট হামলায় এতে জাহাজের এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। নিহতের নাম হাদিসুর রহমান। তিনি ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে ইউক্রেনের অলভিয়া বন্দরের এ হামলা হয়।

‘এমভি বাংলার সমৃদ্ধি’ নামে ওই জাহাজটি ওই বন্দরের জলসীমায় ২৪ ফেব্রুয়ারি থেকে আটকে আছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।

মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, দুর্ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। নাবিকদের বিভিন্ন গ্রুপে একজন নাবিক নিহত হওয়ার কথা পোস্ট করা হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে বাংলাদেশি জাহাজটিতে হামলার খবর গণমাধ্যমকে ফেসবুক মেসেঞ্জারে নিশ্চিত করেন জাহাজটিতে থাকা একজন নাবিক।

তিনি বলেন, ইউক্রেনের সময় ৫টা ১০ মিনিটের দিকে আমাদের জাহাজে বিমান হামলা হইছে। আগুন নেভানোর চেষ্টা করছি। আরেক নাবিক লিখেছেন, ‘বোমা পড়ছে’।

জাহাজটিতে থাকা এক নাবিকের ভাই আজিজুল হক টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি গণমাধ্যমকে বলেন, ‘জাহাজটি হামলার শিকার হয়েছে। আমাদের ভাইদের জন্য দোয়া করুন।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]