890

03/15/2025 জেলায় পুলিশের অভিযানে আটক ৩২

জেলায় পুলিশের অভিযানে আটক ৩২

রাজটাইমস ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৬

রাজশাহীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামীসহ ৩২ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস।

আরএমপির মুখপাত্রের প্রেরিত আর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোয়ালিয়া মডেল থানা সাতজন, রাজপাড়া থানা চারজন, চন্দ্রিমা থানা সাতজন, মতিহার থানা তিনজন, কাটাখালী থানা একজন, বেলপুকুর থানা দুজন, শাহমখদুম থানা দুজন, পবা থানা তিনজন, কাশিয়াডাঙ্গা থানা একজন, দামকুড়া থানা একজন ও ডিবি পুলিশ একজনকে আটক করেছে। তাদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]