8901

04/21/2025 সরকারি চাকরী পাবে না রাজাকারের সন্তানরা: মুক্তিযুদ্ধ মন্ত্রী

সরকারি চাকরী পাবে না রাজাকারের সন্তানরা: মুক্তিযুদ্ধ মন্ত্রী

রাজটাইমস ডেস্ক

৫ মার্চ ২০২২ ০৫:৩১

সরকারি চাকরীতে কোন রাজাকারের সন্তান প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার (৪ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরের সাহাপাড়া এলাকায় মার্কাস রোড ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

গাজীপুর জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে হাসপাতালটি তৈরি হচ্ছে। ৬ তলা বিশিষ্ট এই হাসপাতাল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, রাজাকারের তালিকা তৈরির আইন সংসদে জমা দেয়া হয়েছে। পরবর্তী অধিবেশনে পাস হলেই রাজাকারের তালিকা তৈরির কাজ শুরু হবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন।

এদিকে, রাজাকার, আল বদর, আল শামস বাহিনীসহ স্বাধীনতাবিরোধীদের তালিকা তৈরির বিধান রেখে তৈরি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত খসড়া সরকারের সায় পেয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ এর খসড়া চূড়ান্ত অনুমোদন পায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]