8903

03/13/2025 রাবিতে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রেস জুডিকেটা’

রাবিতে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রেস জুডিকেটা’

রাজটাইমস ডেস্ক

৬ মার্চ ২০২২ ০৪:৩৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ‘রেস জুডিকেটা’। বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেলে ক্যাম্পাসে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে ৩-১ গোলে জয় পায় দলটি।

এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) টুর্নামেন্টটি শুরু হয়। টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়- ইস্টোপেল, মেন্স রিয়া, ন্যাচেরাল জাস্টিস, রেস জুডিকেটা। প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মেনস্ রিয়া ও রেস জুডিকেটা মুখোমুখি হয়। টানটান উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর ম্যাচের পুরো সময়ে উভয় দলই একটি করে গোলের দেখা পায়। নির্ধারিত সময়ে খেলা ড্র হওয়ায় ট্রাইবেকারে গড়ায় ম্যাচটি। এতে ৩-১ গোলের ব্যবধানে মেনস্ রিয়াকে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় রেস জুডিকেটা।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাসরুর সাকিব সিয়াম, সেরা গোলস্কোরার হয়েছেন সুজন টুডু, সেরা গোলকিপার তাসনিমুল আলম প্রিন্স।

আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মো. রায়সুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এমএ হান্নান, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সাবেক সভাপতি ড. শাহরিয়ার পারভেজ প্রমুখ।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]