03/15/2025 নগরীতে ফ্লাইওভার কানেক্টিং রোডের অসমাপ্ত কাজ শুরু
রাজটাইমস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২০ ১৯:০৪
বিশ্ব মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে রাজশাহী নগরীতে ফ্লাইওভারের কানেক্টিং রোডের কাজ দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকেই সংযোগ সড়কের অসমাপ্ত কাজ শুরু করা হয়। নগরীর চৌদ্দপাই এর বিহাস প্রান্তে সড়ক কার্পেটিং এর কাজ শুরু হয়েছে। এর আগে আলিফ লাম মীম ভাটার মোড় পর্যন্ত কার্পেটিং সম্পন্ন ছিলো। যদিও পুরো চার লেন সড়কের অল্প কিছু জায়গায় কার্পেটিং কাজ বাকি রয়েছে।
সড়কে অসম্পূর্ণ কাজগুলি দ্রুততম সময়ে শেষ করা হবে বলে জানান এই প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের স্বতাধিকারী ঠিকাদার তৌরিদ আল মাসুদ রনি।
রোববার সকালে পুনরায় শুরু হওয়া সংযোগ সড়কের কাজ পরিদর্শনে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি এ সময় সড়ক কার্পেটিং পর্যবেক্ষণ করেন।