8912

03/13/2025 অটোরিকশার ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী

অটোরিকশার ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী

রাজটাইমস ডেস্ক

৭ মার্চ ২০২২ ০৬:২২

অটোরিক্সার ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরের বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম আজিজুল হক শুভ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর ১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যাচ্ছে, রাজশাহী-ঢাকা মহাসড়ক পার হ‌ওয়ার পিছন থেকে একটা অটো এসে তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সিটিস্ক্যান করার জন্য নিয়ে ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক ডা. ফ ম আ জাহিদ বলেন, দুর্ঘটনায় মারাত্মক কোনো ক্ষতি হয়নি ওই শিক্ষার্থীর। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এখন ভালো আছে। তবে মাথায় আঘাত পাওয়ার কারণে সিটি স্ক্যান করতে বলেছি।



প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]