8923

04/20/2025 নগরীতে অতিরিক্ত দামে তেল বিক্রি

নগরীতে অতিরিক্ত দামে তেল বিক্রি

নিজস্ব প্রতিবেদক

৮ মার্চ ২০২২ ১০:১৬

রাজশাহীতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির দায়ে তিন দোকান মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হাসান আল-মারুফ এই জরিমানা করেন।
তিনি বলেন, সারাদেশের ন্যায় রাজশাহীতে সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে ব্যবসায়ীরা সয়াবিন তেলের বোতলের গায়ে থাকা নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করছে বলে আমরা অভিযোগ পাই। অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে মহানগরীর রানীবাজার এলাকায় আলী ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করায় সরকার বোতলজাত সয়াবিন তেল প্রতিলিটারের দাম নির্ধারণ করে দেয় ১৬৮ টাকা। কিন্তু ‘আলী ট্রেডার্স’ বাংলাদেশ সরকারের নির্ধারিত মূল্য না মেনে প্রতিলিটার তেল ১৮৫ দরে বিক্রি করছিল। এজন্য দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকার খোলা সয়াবিন তেল ১৬৩ টাকা লিটারে বিক্রির জন্য নির্ধারণ করেছে। অথচ আমরা নগরীর লেদার পট্টি এলাকায় আয়েন এন্টারপ্রাইজে দোকানের মালিক খোলা তেল ১৮৫ টাকা লিটারে বিক্রি করছে। এই অপরাধে দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধ করায় নগরীর মেডিকেল এলাকার খন্দকার স্টোরকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]