8929

05/18/2024 তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে সভা 

তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে সভা 

নিজস্ব প্রতিবেদক

৮ মার্চ ২০২২ ১০:৩৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী এশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও জয়নুল আবেদীন শিবলী। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, মহানগর স্বেচ্ছাসেবক সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান লিটন, মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেলী।

এছাড়াও মহানগর জাসাস এর সভাপতি এ্যাডভোকেট রজব আলী ও সাধারণ সম্পাদক সেলিম রেজা, মহানগর তাঁতী দলের আহবায়ক আরিফুল শেখ বনি, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক নাজমুল হক বাবুল, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সৌরভ ও রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহীসহ রাজশাহী মহানগর বিএনপি’র সকল সদস্য এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ।

প্রধান অতিথি ও সভাপতি বলেন, ৭মার্চ বিএনপি’র জন্য একটি কলঙ্ক ও দু:খের দিন। এইদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারুন্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মঈন উদ্দিন ও ফকরুদ্দিন সরকারের আমলে বর্তমান সরকারের মদদে বাড়ি থেকে চোখ বেধে তুলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করে আর্মি ও র‌্যাব। সেই নির্যাতনে তাঁর পাঁজরের হাড় ভেঙ্গে যায়। তিনি এখন লন্ডনে চিকিৎসারত অবস্থায় আছেন।

সেদিন তাঁকে শুধু নির্যাতনই নয় কারাগারেও প্রেরণ করা হয়। বিনাদোষে সম্পূর্নভাবে জিয়া পরিবারকে এ দেশ থেকে নিশ্চিহ্ন করে দেয়ার লক্ষে তারেক রহমানকে মিথ্যা মামলায় কারাগারে পাঠায়। পরে তাঁর বিরুদ্ধে কোন প্রকার প্রমান না পাওয়ায় তৎকালীন বিচারক তাঁকে নির্দোষ খালাস প্রদান করেন। এতে এই বিনা ভোটের সরকার রাগে ক্ষোভে সেই বিচারককে পদ থেকে জোরপূর্বক সরিয়ে দেয়।

তাঁরা বলেন, এই সরকার যতই নির্যাতন, গুম, খুন ও অত্যাচার করুক না কেন বিএনপি আর ভয় পায়না। এখন সময় এসেছে প্রতিরোধ করার। কঠোর আন্দোলন গড়ে তোলার। আর এই আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহবান জানান তাঁরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]