04/21/2025 দলিল লেখক সমিতির আর্থিক অনুদান প্রদান
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ ২০২২ ১০:৩৯
রাজশাহী সদর দলিল লেখক সমিতির মৃত কর্মচারী আবুল কালাম আজাদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত। সোমবার (৭ মার্চ) বেলা ১১ টার দিকে নগরীর কোর্ট চত্বরে সদর দলিল লেখক সমিতির হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব, রাজশাহী সদর ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা রেজিষ্ট্রার রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সদর সাব রেজিষ্ট্রার নাজির আহমেদ (রিপন)। সঞ্চালনায় ছিলেন, রাজশাহী সদর ও জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ জাকাতুল্লাহ মলার।
পরে রাজশাহী সদর ও জেলা দলিল লেখক সমিতির সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তিপ্রাপ্তদের মাধ্যে পাঁচ জন এসএসসি ও দুই জন এইচএসসি’র শিক্ষার্থী।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আক্তার মাবুল, সহ সভাপতি সিরাজ উদ্দিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, আইন বিষয়ক সম্পাদক ফজলে হোসেন বেলাল।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী সদর দলিল লেখক সমিতির দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম তপন, প্রচার সম্পাদক শামিম হাসান, কার্যনির্বাহী সদস্য বাবুল সরকার, সেলিম উদ্দিন ও দুলাল হোসেনসহ সমিতির সাধারণ সদস্যবৃন্দ।