894

03/15/2025 অভিষেক ম্যাচেই আর্সেনালকে জেতাল উইলিয়ান

অভিষেক ম্যাচেই আর্সেনালকে জেতাল উইলিয়ান

রাজটাইমস ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২০ ২১:০৬

উইঙ্গার উইলিয়ান যেন আশীর্বাদ হয়েই চেলসি থেকে আর্সেনালে এলেন। আর্সেনালের হয়ে খেলা নিজের প্রথম ম্যাচেই দলকে জয় এনে দিলেন তিনি।

ব্রাজিলিয়ান এই তরুণ ফুটবলারের নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছেন গানাররা।

শনিবার (১২ সেপ্টেম্বর) আর্সেনালের কাছে ক্রাভেন কটেজে ৩-০ গোলে পরাস্ত হয় ফুলহ্যাম।

ম্যাচজুড়ে ছিল উইঙ্গারের দাপুটে পদচারনা। সাত বছর ধরে চেলসিতে খেলছেন উইলিয়ান। নতুন মৌসুমে আর্সেনালের হয়ে মাঠজুড়ে ভেলকি দেখিয়েছেন।

আর্সেনালের তিন গোলের একটি এসেছে উইলিয়ানের পা থেকে এবং বাকি দুটি গোল তার এসিস্টেই হয়েছে।

ম্যাচের শুরুতেই ফুলহ্যামকে চাপে ফেলেন আর্সেনাল। অবামেয়াংয়ের বাড়ানো বল পেয়ে যান উইলিয়ান। তার শট ফুলহ্যাম গোলরক্ষক রুখে দিলেও গোল বাঁচাতে পারেননি। কাছে থাকা ফরাসি ফরোয়ার্ড লাকাজেতের পায়ে বল চলে এলে বাঁ পায়ের শটে তা জালে জড়াতে ভুল করেননি।

প্রথমার্ধ্ব শেষ হয় আর্সেনালের ১-০তে নেয়া লিডে। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে উইলিয়ানের কর্নার থেকেই দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল।

ম্যাচের ৩য় গোলটি আসে উইলিয়ানের মাথা থেকে। ২য় গোলটির ৮ মিনিট পরই মাথায় গোল করেন উইলিয়ান নিজেই। ৫৭তম মিনিটে অধিনায়ক পিয়েরে-এমেরিক অবামেয়াং বাঁ দিক থেকে কোনাকুনি শট দুর্দান্তভাবে খেলে জালে জড়িয়ে দেন তিনি।

শেষ পর্যন্ত আর্সেনালের জালে বল পাঠাতে পারে নি ফুলহ্যাম। ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল। খবর-যুগান্তর

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]