8940

03/13/2025 রাবিতে আন্তজার্তিক নারী দিবস পালিত

রাবিতে আন্তজার্তিক নারী দিবস পালিত

রাজটাইমস ডেস্ক

৯ মার্চ ২০২২ ০০:৫৪

'আমরা নারী, সব পারি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নারীদের সংগঠন সীমন্তিনী।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে শিক্ষার্থীদের নিয়ে আনন্দ র‍্যালী বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ডিন কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হোন তারা।

সীমন্তিনীর প্রতিষ্ঠাতা ড. ফরিদা পারভীন কেয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি ছিলেন সানাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোবাররা সিদ্দিকা, ড. মাহবুবা কানিজ কেয়া, ডাঃ লুৎফা বেগম লিপি, ডঃ কাজী মাহজাবীন আক্তার।

এসময় বক্তারা বলেন, নারী-পুরুষের সমতা এবং অধিকারের জন্য নিদির্ষ্ট কোনো দিন নয়। বছরের প্রতিটি দিনই নারী-পুরুষের সমতা ও অধিকারের। নারী-পুরুষ মিলে-মিশে বিশ্ব সংসার গড়ে তুলতে হবে। নারীর ক্ষমতায়নের মধ্যদিয়ে নারীকে পুরুষের সমান্তরাল করতে হবে। বর্তমান সরকার নারী-পুরুষের ক্ষমতায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন ক্ষেত্রে নারীরা দায়িত্ব পাওয়ার পর তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন।

বক্তারা আরো বলেন, নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় জাতি এগিয়ে যাবে। সমাজের একটা অংশকে বাদ দিয়ে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। আইন করেও সমতা অর্জন করা যাবে না। নীতি-নৈতিকতা ও মূল্যবোধের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই কেবল সমাজে সমতা রক্ষা করা সম্ভব হবে।

প্রসঙ্গত, 'আমরা নারী, সব পারি'স্লোগানকে ধারণ করে ২০২০ সালের ৮ জুলাই প্রতিষ্ঠিত হয় নারীদের গ্রুপ সীমন্তিনী। নারীদের এই গ্রুপে এখন পর্যন্ত সদস্য সংখ্যা প্রায় ১৪০০। যেখানে একজন নারী তার আবেগ, অনুভূতি, নিজস্ব সৃজনশীলতার পাশাপাশি যে কোন সমস্যার কথা তুলে ধরে আসছেন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]