8942

03/13/2025 রাবিতে চলছে সড়ক সংস্কারের কাজ

রাবিতে চলছে সড়ক সংস্কারের কাজ

রাবি প্রতিনিধি

৯ মার্চ ২০২২ ০৪:১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ট্রাকচাপায় নিহত মাহমুদ হাবিব হিমেলের দাফন সম্পন্নের পর শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত আলোচনায় বসে তাদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের ভাঙ্গা রাস্তাগুলো পুনঃনির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলোর পুনঃনির্মাণের কাজ শুরু করে দিয়েছে প্রশাসন।

আজ মঙ্গলবার (৮ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের পাশের রাস্তা, চারুকলা ভবনের দিকে যাওয়ার রাস্তা, মাদার বখশ হলের সামনের রাস্তা, লতিফ হলের পাশের রাস্তা, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের পিছনের রাস্তা ও আশেপাশের দূর্গম রাস্তাগুলোসহ ক্যাম্পাসের অন্যন্য ভাঙ্গা রাস্তাগুলোর পুনঃনির্মাণের কাজ করা হচ্ছে। যে রাস্তাগুলো নির্মাণের কাজ চলছে তা নির্মাণের পর অন্যন্য বাকি থাকা ভাঙ্গা রাস্তাগুলোর কাজ শুরু করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়েয়র প্রকৌশলী অধিদপ্তর।

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান রবিন জাগো নিউজকে বলেন, 'আমাদের উপাচার্য তার কথার পরিপ্রেক্ষিতে রাস্তা নির্মাণের কাজ শুরু করছেন। আমাদের উপাচার্য একজন প্রকৃত ছাত্রবান্ধব শিক্ষক, আমরা তাকে নিয়ে গর্ব করি। রাস্তা নির্মাণের কাজ চলমান থাকার ফলে চলাচল সাময়িক কষ্ট হলেও রাস্তা নির্মাণ শেষ হলে আমাদের জন্য কষ্ট অনেকটা লাগব হবে এবং আমাদের জন্য তা সুফল বয়ে আনবে বলে আমি আশা করি'।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম জাগো নিউজকে বলেন,' বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙ্গে গেছে, আমাদের চলাচলে খুবই অসুবিধা হচ্ছিলো। না ঠিকমত হাটা যেতে পারছি, না ঠিক মত রিক্সা দিয়ে যেতে পারছি। আমাদের অসুবিধা কথা চিন্তা করে উপাচার্য স্যারের উদ্যোগে রাস্তা নির্মাণের কাজ চলছে । এতে শিক্ষার্থীরা আশার সুফল দেখতে পাচ্ছি। ১০ টাকার ভাড়া আর ২০ টাকা দিতে হবে না আমাদের '।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার জাগো নিউজকে বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাবতীয় সমস্যা নিয়ে কাজ করছি ও কাজ করে যাবো। শিক্ষার্থীদের চলাচলের জন্য যে সকল রাস্তা অনুপযোগী হয়ে আছে তা ইতোমধ্যে নির্মাণের নির্দেশ দিয়েছি পাশাপাশি রাস্তা নির্মাণের পর রাস্তাগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের সমস্যার কথা শুনে মশা নিধনের জন্য ফগার মেশিন ক্রয় করে মশা নিধন অভিযান চালাচ্ছি। ছাত্রী হলগুলোতে অগ্নি নির্বাপক যন্ত্র লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। বর্ষা কাল আসার আগেই বিশ্ববিদ্যালয়ের সকল রাস্তা নির্মাণের কাজ শেষ হবে বলে তিনি জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, উপাচার্য স্যারের আগ্রহ থেকেই রাস্তা নির্মাণের কাজ আমরা অতিদ্রুত শুরু করা। হবিবুর রহমান হলের সামনে ২০ তলা বিজ্ঞান ভবনের কাজ নির্মাণাধীন থাকায় শামসুজ্জোহা হল থেকে শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তাটি অস্থায়ীভাবে করা হচ্ছে যার কোনো টেকসই নেই ভবন নির্মাণ হয়ে গেলে রাস্তাটি স্থায়ীভাবে নির্মাণ করা হবে। তবে বিশ্ববিদ্যালয়ের অন্যন্য রাস্তাগুলো স্থায়ীভাবে করা হচ্ছে।

তিনি আরো বলেন, যতদ্রুত সম্ভব রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করার চেষ্টা করছি আমরা। আলাদা আলাদা সাইড ভাগ করে রাস্তা নির্মাণের কাজ চলছে অতিদ্রুতই কাজ সমাপ্ত হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের পাশে ট্রাক চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]