8945

04/21/2025 উত্তপ্ত স্বর্ণের বাজার

উত্তপ্ত স্বর্ণের বাজার

ডেক্স রির্পোট

৯ মার্চ ২০২২ ১০:৩৯

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে চরম অস্থিরতা বিরাজ করছে স্বর্ণের আন্তর্জাতিক বাজারে। প্রতিদিনই দাম বাড়ছে হুহু করে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারে সঙ্গে দেশের বাজারেও স্বর্ণের দাম উত্তপ্ত।

২২, ২১ ও ১৮- এই তিন মানের (ক্যারেট) স্বর্ণের ভরিতে দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের স্বর্ণ ২২ ক্যারেটের ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ৭৮ হাজার ২৬৫ দশমিক ৪৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মঙ্গলবার মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল (বুধবার) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের ভরির দাম পড়বে ৭৯ হাজার ৩১৫ দশমিক ২০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৫ হাজার ৬৯৯ দশমিক ৩৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬৪ হাজার ৯৬৮ দশমিক ৪৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম পড়বে ৫৪ হাজার ৬২ দশমিক ৬৪ টাকা।

নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭৯ হাজার ৩১৫ টাকায় কিনতে হবে- যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭৮ হাজার ২৬৫ দশমিক ৪৪ টাকা ভরি। সে হিসাবে ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৪৯ দশমিক ৭৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭৫ হাজার ৬৯৯ দশমিক ৩৬ টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি ভরি ৭৪ হাজার ৭৬৬ দশমিক ২৪ টাকায়। নতুন ঘোষণায় স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ৯৩৩ দশমিক ১২ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬৪ হাজার ৯৬৮ দশমিক ৪৮ টাকা, যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছে ৬৪ হাজার ১৫২ টাকায়। ভরিতে দাম বেড়েছে ৮১৬ দশমিক ৪৮ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম ৫৪ হাজার ৬২ দশমিক ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ৫৩ হাজার ৪২১ দশমিক ১২ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে ভরিতে দাম বেড়েছে ৬৪১ দশমিক ৫২ টাকা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]