8949

04/20/2025 ফার্মেসি মালিককে ছুরিকাঘাত

ফার্মেসি মালিককে ছুরিকাঘাত

বাঘা প্রতিনিধি

৯ মার্চ ২০২২ ১০:৫৬

রাজশাহীর বাঘায় মাদকাসক্ত বখাটে এক যুবকের ছুরিকাঘাতে রতন কুমার ভৌমিক (৩৫) নামে ফার্মেসি মালিক আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার বাউসা বাজারে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত মারুফ হোসেনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাউসা টাইরীপাড়া গ্রামের জামিরুল ইসলামের মাদকাসক্ত বখাটে ছেলে মারুফ হোসেন (১৬) বাউসা বাজারে ভৌমিক ফার্মেসিতে ঘুমের ওষুধ কিনতে আসে। ফার্মেসির মালিক ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ দিতে না চাইলে তাকে ছুরিকাঘাত করে।

এতে তার বাম হাতের কুনইয়ের নিচে কেটে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বাঘা থানার এসআই তৈয়ব আলী বলেন, এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারুফ নামের এক যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]