8955

03/15/2025 ক্রয় ক্ষমতার তুলনায় দ্রব্যমূল্য বাড়েনি

ক্রয় ক্ষমতার তুলনায় দ্রব্যমূল্য বাড়েনি

রাজটাইমস ডেস্ক

৯ মার্চ ২০২২ ১৯:০৮

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষের ক্রয় ক্ষমতা তিন গুণ বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় দ্রব্য মূল্য তেমন বাড়েনি। শুধু বাংলাদেশে নয় যুদ্ধের কারণে পৃথিবীর সমস্ত দেশেই দাম বেড়েছে। মানুষের মাথাপিছু আয় প্রায় ২৬শ’ ডলার হয়েছে। আজকে একজন শ্রমিকের মজুরি ৮০০ টাকা। বিএনপি মানুষকে বিভ্রান্ত করার জন্য সমালোচনা করছে।

গতকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘স্বাধীনতার ৫০ বছরে সাংবাদিকতায় নারী’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, কয়েকদিন যাবত দেখছি বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রব্য মূল্যের বৃদ্ধি নিয়ে কথা বলছেন। যুদ্ধের কারণে দ্রব্য মূল্য পুরো পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশেও যে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পায়নি তা কিন্তু নয়। সরকার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছে।

দুর্যোগের সুযোগ গ্রহণ করে দাম বাড়িয়ে দেয়া কোনো সৎ ব্যবসায়ীর কাজ নয়। কোনো অসাধু ব্যবসায়ী যদি দ্রব্য মূল্য বৃদ্ধির এই সুযোগ নেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]