04/20/2025 ট্রাকে পিষ্ট হয়ে বাইক আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২২ ১০:১৭
রাজশাহী তানোরে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী জাকির হোসেন সোনার (৪০) এর মৃত্যু হয়েছে। সে উপজেলার সরনজাই ইউপির সিধাইড় গ্রামের আব্দুল হামিদ সোনারের পুত্র।
বুধবার সন্ধ্য সাড়ে ৭ টার দিকে কাশেম বাজার থেকে নিজ বাড়ি সিধাইড় গ্রামে ফেরার পথে তানোর পৌর এলাকার কাশেম বাজারের দক্ষিন দিকে তানোর রাজশাহী সড়কে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, কাশেম বাজারের দক্ষিন পার্শের পাকা রাস্তায় মটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে ঘাতক ট্রাক চলে গেছে।
তিনি বলেন, ফাকা রাস্তার কারনে কেউ ট্রাকটিকে চিহৃিত করতে পারেননি এবং কেউ অভিযোগ করেননি। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।