8972

05/02/2025 ইউপি চেয়ারম্যানদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ইউপি চেয়ারম্যানদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ ২০২২ ১০:৪৯

রাজশাহীতে ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের ‘ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। আজ বুধবার (৯ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম।
শুরুতে অতিথিরা ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ইনস্টিটিউটের প্রশিক্ষণ পরিচালক (অতিরিক্ত সচিব) আবু বকর সিদ্দিক।
এছাড়াও সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আখতার জাহানসহ জেলার চারটি উপজেলার নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। উপস্থিত চেয়ারম্যানদের মধ্য থেকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বক্তব্য দেন। ইউপি চেয়ারম্যানদের এই প্রশিক্ষণ আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com