8978

04/21/2025 রুয়েটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু

রুয়েটে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু

রাজটাইমস ডেস্ক

১১ মার্চ ২০২২ ০৫:৩১

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইন্সটিটিউট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজী (আইআইসিটি) এর উদ্যোগে দুই দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সিম্পোজিয়ামের শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০ টায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

দুই দিনব্যাপী সিম্পোজিয়ামের প্রথম দিনে অট্রেলিয়া ,জার্মানী সহ দেশী-বিদেশী আইসিটি বিশেষজ্ঞ, রুয়েট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের বিভিন্ন সেশনে প্রজেক্ট কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, গেমিং কনটেস্ট, গেম ডেভেলপমেন্ট আইডিয়া কনটেস্ট অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সিম্পোজিয়ামের সমাপনী দিনে অংশগ্রহণ
কারীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সনদপত্র প্রদান করা হবে।

আইআইসিটি পরিচালক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেন, জার্মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরেট ফেলো ড. প্রকৌশলী মনিরুদ্দোজা আসির।

এসময় উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. ইমদাদুল হক, ফলিত ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া জগলুল সাদত, রুয়েট কর্মকর্তা সমিতি আহবায়ক আরিফ আহম্মেদ চৌধুরীসহ পরিচালক, বিভাগ,শাখা প্রধানবৃন্দ প্রমুখ।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]