04/20/2025 রাজশাহীতে দেয়াল ধ্বসে নিহত ২ ॥ নিখোঁজ ৪
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২২ ০৩:৫৬
রাজশাহী নগরীর ছোটবনগ্রাম বিমানচত্তর এলাকার অদূরে একটি নির্মানাধীন বাড়ির পাশের দেয়াল ধ্বসে চাপা পড়ে ৯ জন শ্রমিক আহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও চার জন। আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মৃত্যু বরণ করেন। বাকী চারজনকে আশংকাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাজশাহী নগরীর ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার বারো রাস্তার মোড় এলাকায় ইন্তাজ আলী নামের এক ব্যক্তির বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। এসময় পাশের বাড়ীর সীমানা প্রাচীরটি হঠাৎ শ্রমিকদের গায়ের উপর ধ্বসে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা ৫ জনক উদ্ধার করে রামেক হাসপাতালে প্রেরণ করে। পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি টিম উদ্ধার কাজ শুরু করে। এদিকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মৃত্যু বরণ করেন। বাকী চারজনকে আশংকাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান নিহতরা শ্রমিক ছিলেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, পুলিশের কর্মকর্তারা সেখানে রয়েছেন। পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর খবর পাওয়া গেছে। বেলা সাড়ে ৪টা দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উদ্ধার অভিযান চলছে।