04/20/2025 রাজশাহীতে ফোমের গুদামে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২২ ০১:১৭
রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ দড়িখড়বোনা এলাকার একটি প্লাস্টিক ও সোফার ফোমের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর থেকে ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়।পরে ফায়ার সার্ভিস কর্মীদের দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সেই গুদামের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
মঙ্গলবার বেলা সাড়ে দশটার দিকে আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এলাকাবাসী জানান, শহিদুল ইসলাম বাচ্চু নামে এক ব্যক্তির মাস্টার এগ্রো অ্যান্ড হার্ডওয়্যারের গুদামের বাইরে সংস্কারের কাজ চলছিল। সেখানে একটি ওয়েল্ডিংয়ের ঝালাইয়ের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, গুদামে ফোম, পারটেক্স ও আঠাসহ বিভিন্ন দাহ্য পদার্থ ছিল। ফলে আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয়েছে। ৮টি ইউনিট টানা এক ঘণ্টার চেষ্টায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর পর ডাম্পিংয়ের কাজ করা হয়। তাৎক্ষনিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে এসে নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে আটটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।