9011

04/20/2025 রামেক হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

রামেক হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ ২০২২ ০১:১৯

করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ মার্চ) দিবাগত রাতে হাসপাতালের ৩০ নং ওয়ার্ডে তিনি মারা যান। এর বাইরে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে প্রাণহানির কোনো তথ্য নেই।

রামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে সংক্রমণের উপসর্গ নিয়ে একজন পুরুষ রোগী মারা গেছেন। তার বয়স ৬১ বছরের ওপরে। গত এক দিনে হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হননি। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েও যাননি কোনো রোগী। এদিকে বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১০ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন একজন। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন ৫ জন। আরও ৪ জন ভর্তি রয়েছেন করোনা নেগেটিভ সত্ত্বেও। এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন রাজশাহী জেলার ৪ জন। এছাড়া নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, পাবনার একজন এবং কুষ্টিয়ার একজন রোগী ভর্তি রয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]