9013

04/24/2024 ২৭ মার্চ থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

২৭ মার্চ থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ ২০২২ ০৩:৪১

রাজশাহীর কাটাখালিতে ২০২১ সালের মার্চ মাসে মাইক্রোবাস ও হানিফ ট্রাভেলসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় কারাবন্দি হানিফ গাড়ির চালককে অবিলম্বে মুক্তির দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজশাহী মহানগরীর শিরোইলের ঢাকা বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে ঘোষনা করা হয় চালকের মুক্তি দেয়া না হলে আগামী ২৭ মার্চ থেকে রাজশাহীÑরংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের হুমকি দেয়া হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির আয়োজন করে এ মানববন্ধনে বক্তরা আরও বলেন, চালক আব্দুর রহিমের মুক্তির দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির মানববন্ধনসহ নানান কর্মসূচি হাতে নিয়েছে। আজকের (মঙ্গলবার) এ মানববন্ধনও কর্মসূচির একটি অংশ। বুধবার স্মারকলিপি দেয়া হবে জেলা প্রশাসকের কাছে।
উল্লেখ্য, ২০২১ সালের ওই সড়ক দুর্ঘটনার পর হানিফ গাড়ি কেটিসি’র চালক আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে চালক আব্দুর রহিম কারাগারে আছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]