9016

03/13/2025 রাবি সায়েন্স ক্লাবের সভাপতি আবিদ, সম্পাদক আবদুল লতিফ

রাবি সায়েন্স ক্লাবের সভাপতি আবিদ, সম্পাদক আবদুল লতিফ

রাবি প্রতিনিধি

১৬ মার্চ ২০২২ ০৯:২০

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ৮ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভোলপমেন্ট বিভাগের শিক্ষার্থী আবিদ হাসানকে সভাপতি ও পরিসংখ্যান বিভাগের আবদুল লতিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রে সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. তারিকুল হাসান এই কমিটি ঘোষনা করেন।
 
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,  সহ-সভাপতি প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আসাদুল ইসলাম, রুহুল আমিন রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভোলপমেন্ট বিভাগের কারিমা খাতুন, ফলিত গণিত বিভাগের উমায়ের ইসলাম খান, কোষাধ্যক্ষ ইইই বিভাগের মাসুদ, সাংগঠনিক সম্পাদক প্রাণিবিদ্যা বিভাগের নাজনীন আরা নিশু।
 
স্থায়ী কমিটির নতুন সদস্য পদ পেয়েছেন মাহদী হাসান। আজীবন সদস্য পদ পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের ইসরাত জাহান খান চৌধুরী ইশিতা এবং রসায়ন বিভাগের সৌরভ পাল।
 
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী মোঃ জাকারিয়া, অধ্যাপক মোঃ সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ অবায়দুর রহমান প্রামানিক। এছাড়াও সায়েন্স ক্লাবের স্থায়ী কমিটির সদস্যগণ, আজীবন সদস্যগণ এবং ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি জনাব ইসতেহার আলী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]