9045

03/13/2025 রাবি প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী ২৪ মার্চ

রাবি প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী ২৪ মার্চ

রাবি প্রতিনিধি

২৪ মার্চ ২০২২ ০৪:০৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী প্রাক্তনী পুর্নমিলনী শুরু হচ্ছে আগামীকাল ২৪ মার্চ। চলবে ২৫ মার্চ বিকেল পর্যন্ত ।

বুধবার (২৩ মার্চ) দুপুর ১২ টায় বিভাগের চেয়্যারম্যান ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.তানজিমা ইয়াসিন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, পুর্নমিলনী অনষ্ঠানে বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করবেন। অনুষ্ঠানটি আগামী ২৪ মার্চ সকাল ৯টায় ড. মুহম্মদ কুদরাত-এ খুদা একাডেমিক ভবনের সামনের এই মিলনমেলার উদ্বোধন করবেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক তানজিমা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানের পর পুনর্মিলনীতে অংশগ্রহণকারী সদস্যরা শোভাযাত্রার মাধ্যমে ক্যাম্পাস প্রদক্ষিণ করবেন। শোভাযাত্রা শেষে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক মু. কায়েস উদ্দিন ও বিভাগের প্রথম ব্যাচের শিক্ষক অধ্যাপক মো. রেজাউল করিম-১ কে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে।

এরপর সন্ধ্যায় ৭ টায় এলামনাস গ্রাজুয়েটদের স্মৃতি চারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি ড. মুহম্মদ কুদরাত-এ খুদা একাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ড. লাইসা আহমেদ লিসা সঙ্গীত পরিবেশন করবেন এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী আরমান পারভেজ মুরাদ কবিতা আবৃতি করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিভাগের শিক্ষক অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ,অধ্যাপক রেজাউল করিম-১,অধ্যাপক রেজাউল করিম ২,অধ্যাপক ফারজানা তানভিন,অধ্যাপক মতিয়ার রহমানসহ প্রমুখ।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]