905

03/15/2025 পুত্রের হাতে পিতা খুন

পুত্রের হাতে পিতা খুন

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০২০ ০৪:৫৫

রাজশাহীর মোহনপুর উপজেলায় পুত্রের হাতে পিতা খুন হয়েছে। পান বরজ ভাগাভাগি নিয়ে পুত্র রাকিবুল(২৪) এর ছুরিকাঘাতে আজিমউদ্দিন মোল্লা (৫৫) নিহত হন। তিনি মোহনপুর উপজেলার ধুরইল পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।


এলাকাবাসি ও মোহনপুর পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৮ আটটার দিকে উপজেলার কলেজপাড়া এলাকার পান পান বরজ ভাগাভাগি নিয়ে দুই ছেলে রাকিবুল (২৪) ও হাসিবুর(২২) এর সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে বড় ছেলে রাকিবুল তার পিতা আজিমউদ্দিন মোল্লা বুকে ছুুুরিকাঘাত করলে ঘটনা স্থলে সে মারা যায়। এ ঘটনায় মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।


আবু সুফিয়ান/14-2

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]