9088

03/13/2025 বাবার হাত ধরে আর স্কুলে যাওয়া হবেনা শিশু আফরিনের

বাবার হাত ধরে আর স্কুলে যাওয়া হবেনা শিশু আফরিনের

রাবি প্রতিনিধি

১ এপ্রিল ২০২২ ২৩:০৪

প্রতিদিনের মত গত বুধবার (৩০ মার্চ) সকালে বাবার হাত ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলে যাচ্ছিলো ছোট্ট শিশু আফরিন। কিন্তু সেদিন স্কুল যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর কে জানতো তার বাবার হাত ধরে এটাই আফরিনের শেষ স্কুল যাত্রা!

রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকা উঠে যায় শিশু আফরিনের নরম দু পায়ে। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে। অবস্থার অবনতি হলে প্রথমে স্থানান্তর করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

সেখানে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৭ বছরের শিশু আফরিন। বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন বলেন, ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। তাদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছেো।

নিহত আফরিন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। শিশুটির বাবা আজিজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা দপ্তরের অফিস সহায়ক হিসেবে কর্মরত। বাড়ি মতিহার থানাধীন রামচন্দ্রপুর এলাকায়।

এদিকে গত বুধবার রাতে এ ঘটনায় নগরীর মতিহার থানায় শিশুটির দাদা বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মামলা করেছেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য , বুধবার (৩০ মার্চ) সকালে বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় আফরিন আহত হয়। তার ডান পায়ের ওপর দিয়ে ট্রাকটি চলে যায়। পরে সাথেসাথেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে চিকিৎসকের পরামর্শে আফরিনকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। পরে সেখান থেকে সিএমএইচ এ ভর্তি করা হলে আজ বৃস্পতিবার (৩১ মার্চ) মারা যায় আফরিন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]