04/20/2025 পদ্মা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল ২০২২ ০৩:৫১
রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহীর পাঠানপাড়া নদীর মুক্তমঞ্চ এলাকা থেকে ২৫-৩০ বছরের ওই যুবকের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে নৌপুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নৌ-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়া গেলে পরে পরিবারের কাছে তন্তান্তর করা হবে।