9093

04/20/2025 নগরীতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন

নগরীতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

৩ এপ্রিল ২০২২ ০৫:৩১

রাজশাহী মহানগরীতে ৩৩/১১ কেভি, ১০/১৩.৩৩ এমভিএ সিটি হাট বাইপাস (জেআইএস) বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) দুপুরে ফলক উন্মোচন ও কম্পিউটার সফটওয়ারের মাধ্যমে উপকেন্দ্রের উদ্বোধন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় উপকেন্দ্রটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রকল্পটির কাজ বাস্তবায়নের পর সেটি পরিচালনার জন্য ‘নেসকো’কে হস্তান্তর করা হয়েছে। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান সিইসি এন্ড ফরচুন জেভি (চায়না)।

বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পিডিবির নির্বাহী প্রকৌশলী নিযামুল হক সরকার, নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ, নির্বাহী প্রকৌশলী (বি.বি.বি.বিমান বন্দর) জাহাঙ্গীর আলমসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]