9110

04/21/2025 রাজশাহীতে ৪০ টাকার বেগুন ৮০ টাকা

রাজশাহীতে ৪০ টাকার বেগুন ৮০ টাকা

নিজস্ব প্রতিবেদক

৫ এপ্রিল ২০২২ ০২:০৭

রাজশাহীতে পবিত্র রমজানের প্রথম দিনেই ৪০ টাকার বেগুন ৮০ টাকা বিক্রী হচ্ছে। বেড়েছে অন্যান্য সবজির দামও। এ নিয়ে সাধারণ মুসুল্লিদের মাঝে ব্যপক ক্ষোভ আর হতাশার সৃষ্টি হয়েছে।

গত বোরবার থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রামজান মাস। একমাস ধরে ধর্মপ্রাণ মুসলমানরা দিনে সিয়াম সাধনা আর বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে ব্যস্ত পার করেন। মুসুল্লিরা ইফতারে পরিবার পরিজন নিয়ে সাধ্যমত বিভিন্ন ধরনের ফল ও ভোগা-পোড়া সামগ্রী দিয়ে ইফতার করতে ভালবাসেন। বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রে রোজা উপলক্ষে নিত্যপন্যের দাম কমলেও বাংলাদেশে এ চিত্র সম্পূর্ন উল্টো। এখানে রোজায় সব ধরনের পন্যের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পায়। যার প্রভাব বরাবরের মতো এবারও পড়েছে।

এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে রমজান উপলক্ষে রাজশাহীর বিভিন্ন কাঁচাবাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় শাক-সবজির দাম কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। বাজারে দেখো গেছে বিশেষ করে এক দিনের ব্যবধানে ৪০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর ৩৫-৪০ টাকা কেজির তরমুজ বিক্রী হচ্ছে ৫০ টাকা দরে।

নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর, সাগরপাড়া কাঁচাবাজার, শিরোইল কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা ৮০-১০০ টাকা, পটল ৭০-৮০, কাঁকরোল ৬০-৭০, কাঁচা মরিচ ৮০-১০০, ঢেঁড়শ ৫০-৬০, আদা প্রতিকেজি ৮৫ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, মুলা ৩০-৫০ টাকা, বরবটি ৬০-৮০, শসা ৬০-৮০, লাউ প্রতি পিস ৩০-৪০ ও কচুরলতি ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি আঁটি লালশাক ১৫ টাকা (৩০০গ্রাম), কলমির শাক ১৫ (৪০০গ্রাম) , প্রতি কেজি পুঁইশাক ২৫-৩০, মিশালি শাক ৪০-৫০(৫০০গ্রাম) ও প্রতিকেজি লাউয়ের শাক ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে প্রতিটি সবজির দাম নুন্যতম ২০-৫০ টাকা কম ছিল প্রতি কেজিতে। এছাড়া সাহেব বাজার, কোর্ট ও শালবাগান বাজার ঘুরে দেখা যায় প্রতিটি ফলের মূল্য ১০-৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। তরমুজের দাম গত শনিবার ছিলো ৩৫-৪০টাকা কেজি। রোজার প্রথম দিনে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫-৫০টাকা কেজিতে। আপেল ১৮০টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৪০টাকা, নাসপাতি ২১০ থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ২২০-২৪০টাকায়, খেজুর গত বছরের তুলনায় এবার কেজি প্রতি বেড়েছে ৪০-৫০টাকা।

রোববার সাহেব বাজারে ১২০-৭৫০ কেজি দরে খেজুর বিক্রি হচ্ছে। অপর দিকে কমলা ২’শ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৪০টাকায়, মালটা বিক্রি হচ্ছে ২’শ টাকা কেজি দ্বরে। বেদানা ৩’শ থেকে বেড়ে ৩৫০-৪’শ টাকা কেজি। পাকা কলার প্রতি হালির দাম ৪০ টাকা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]