9122

04/20/2025 বাঘায় মসজিদের ফ্যানসহ জল মটার চুরি

বাঘায় মসজিদের ফ্যানসহ জল মটার চুরি

বাঘা প্রতিনিধি

৬ এপ্রিল ২০২২ ০৪:০১

রাজশাহী বাঘা উপজেলায় একটি মসজিদের ১টি সিলিং ফ্যান ও ১টি টিউবওয়েল ও বাঘার বিল থেকে পুকুরের ১টি জল মটার চুরি হয়েছে।

রবিবার দিবাগত রাতে বাঘা পৌর এলাকার আল-আমনা বাজুবাঘা নতুনপাড়া নামের মসজিদে ও সোমবার দিবাগত রাতে বাঘা বিলে পুকুরের জল মটার চুরির এ ঘটনা ঘটে। আল-আমনা বাজুবাঘা নতুনপাড়া মসজিদের সাধারণ সম্পাদক দুলাল হোসেন সোহাগ বলেন, রবিবার রাতে মসজিদের ভিতরে ঢুকে চোরেরা একটি সিলিং ফ্যান ও একটি টিওয়াবল চুরি করে নিয়ে গেছে।এরপর ৪ এপ্রিল সোমবার দিবাগত গভীর রাতে রিয়াজুল ইসলাম মুকুলের বাঘার বিল পুকুর থেকে একটি জল মটার চুরি হয়।

এবিষয়ে রিয়াজুল ইসলাম মুকুল জানান, মঙ্গলবার সকালে পুকুরে মাছে খাবার দিতে এসে দেখতে পায় আমার পুকুর বাধের উপর তার পড়ে আছে। এরপর জল মটার কাছে গেল জল মটার নাই। বাঘার বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই চুরির ঘটনা ঘটছে।
এ ব্যাপারে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন সাজু জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে আমরা তদন্ত করে দেখবো।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]