03/15/2025 ‘পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারি, প্রভু নয়’
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২০ ২০:১১
পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারি প্রভু নয়। রাজশাহী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত, মাদকের দৌরাত্ব যে কোন মূল্যে নির্মল করা হবে। পুলিশ বিভাগের কোন সদস্য মাদক বা মাদক কারবারির সাথে কোনভাবে সংশ্লিষ্ট থাকলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনভাবেই ছাড় দেয়া হবেনা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় ডিআইজি অফিসের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রাজশাহী রেঞ্জের নয়া ডিঅইজি আবদুল বাতেন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গণমাধ্যম সমাজের আইনা এর মাধ্যমে আমরা সমাজের নানা অসঙ্গতি সর্ম্পকে অবহিত হতে পারি, আপনাদের সহযোগিতায় রাজশাহীর আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবো বলে বিশ্বাস করি।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাকিগণ উপস্থিত ছিলেন, সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নয়া ডিআইজি।
এ সময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এটিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এম এস ইসলাম/০১