917

03/16/2025 শুক্র গ্রহে প্রাণের আভাস বিজ্ঞানীদের

শুক্র গ্রহে প্রাণের আভাস বিজ্ঞানীদের

রাজটাইমস ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২০ ২১:৫৬

এবার মহাবিশ্বে আরেক প্রাণের আভাস দিল বিজ্ঞানীরা। তারা শুক্র গ্রহের মেঘে জীবন্ত প্রাণী ভেসে বেড়ানোর চরম সম্ভাবনা দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। সোমবার বিজ্ঞানীরা জানিয়েছেন, শুক্র গ্রহকে ঘিরে রাখা মেঘে ফসফিন গ্যাসের উপস্থিতি শনাক্তের পর এই সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। খবর বিবিসির।

প্রাণের জন্য গুরুত্বপূর্ণ এই গ্যাসটি শনাক্ত করেছে যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেন গ্রিভস ও তার সহকর্মীরা। তবে সেটি কীভাবে সেখানে পৌঁছেছে তা ব্যাখ্যা করতে পারেননি।

জেন গ্রিভস ও তার সহকর্মীদের গবেষণাটি নিবন্ধ আকারে প্রকাশিত হয় ন্যাচার অ্যাস্ট্রোনমি জার্নালে। তারা দেখাতে চেয়েছেন, গ্যাসটি হয়তো প্রাকৃতিকভাবে সেখানে তৈরি হয়েছে। কারণ, এই গ্যাস পৃথিবীতে উৎপন্ন হয় ব্যাকটেরিয়া থেকে। অক্সিজেন রয়েছে—এমন পরিবেশে থাকা ব্যাকটেরিয়া এই গ্যাস নিঃসরণ করে।

প্রাণসহায়ক এই গ্যাসের উপস্থিতি থাকায় শুক্র প্রাণের উৎপত্তি বিকাশের পরিবেশ রয়েছে বলে আশাবাদী তারা।

তারা গ্যাসটির উপস্থিতি শনাক্তে সক্ষম হলেও এই গ্রহে এমন গ্যাসের উপস্থিতির বিষয়ে তারা কোন কারণ বের করতে পারে নি। আর যে পরিমাণ গ্যাসের উপস্থিতি সেখানে শনাক্ত হয়েছে তাতে জীবন্ত কোনো উৎস থাকার কথা বিবেচনায় রাখতে হচ্ছে। খবর-যুগান্তর

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]