03/15/2025 রোনাল্ডোকে টপকিয়ে শীর্ষ ধনী ফুটবলার মেসি
রাজটাইমস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২০ ২২:১৭
ফুটবলের জগতে আলোর দ্যূতি ছড়ানো এক নক্ষত্রের নাম লিওনেল মেসি। জনপ্রিয়তায় এক অনন্য উচ্চতায় এই ফুটবলার। চলতি বছরের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার হিসেবে শীর্ষস্থানে উঠেছেন লিওনেল মেসি।
এই ফুটবলার চলতি বছরে টপকিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। ফোর্বসের সেরা ধনী ফুটবলারের তালিকায় প্রথম স্থানে উঠে আসে বার্সেলোনার আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের নাম।
আয়ের তালিকায় শীর্ষ অবস্থানে থাকা মেসির বার্ষিক আয় ১২৬ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিতীয় স্থানে থাকা রোনাল্ডোর আয় ১১৭ মিলিয়ন মার্কিন ডলার।
পর্তুগাল ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানা রোনাল্ডোর পর এবারই প্রথম দ্বিতীয় ফুটবলার হিসেবে আয়ের দিক দিয়ে বিলিয়নিয়ারের ঘরে প্রবেশ করেছেন মেসি।
আয়ের তালিকায় ৩য় শীর্ষ অবস্থানটি দখল করে আছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। চারে তার ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।
এছাড়া সেরা দশের তালিকায় স্থান পেয়েছেন আছেন তিন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা মোহামেদ সালাহ, পল পগবা ও ডেভিড ডি গিয়া। খবর-যুগান্তর