04/20/2025 নগরীতে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২২ ০৫:৫৪
ক্রেতাকে মারপিটের ঘটনায় মামলা দায়েরের প্রতিবাদে ধর্মঘট করে রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকার ওষুধ ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুর একটার দিকে তারা এ কর্মসূচি পালন করে। এতে ভোগান্তিতে পড়েন শত শত রোগী ও তাদের স্বজনরা। জরুরী ওষুধ নিতে গিয়েও দোকান বন্ধ থাকায় ফিরে যান অনেকেই। এক ঘন্টার জন্য তারা এ কর্মসূচি পালন করেন।
মামলার বাদী সাংবাদিক হেলেনা আক্তার জানান, রবিবার বিকেলে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার আস্থা ফার্মেসীর মালিক এবং তার কর্মচারীরা মিলে হেলেন আক্তার, তার ছেলে ও ছেলে বউকে মারপিট করেন। এ ঘটনায় হেলেন আক্তার বাদী হয়ে গতকাল সোমবার রাতে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন ওই ফার্মেসির মালিক আপেলসহ চারজনের বিরুদ্ধে।
এদিকে মামলা দায়েরের পর আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর এলাকার ওষুধ ব্যবসায়ীরা প্রতিবাদে ধর্মঘট শুরু করেন। এতে ভোগান্তিতে পড়েন শতশত রোগী ও তাদের স্বজনরা।