04/22/2025 বাঘায় কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২২ ০৫:৫৭
রাজশাহীর বাঘায় পদ্মার চরে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলা চকরাজাপুর ইউনিয়নের শহর মোড় এলাকায় এই ঘটনা ঘটেছে।
সুমন মোল্লা (১৮) চকরাজাপুর ইউনিয়নের শহর মোড় এলাকার লিটন মোল্লার ছেলে ও বাঘা শাহদৌলা সরকারি কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র। ঘটনা সূত্রে জানা গেছে, চকরাজাপুর ইউনিয়নের শহর মোড় এলাকার সুমন মোল্লা নিজ বাড়ির রান্না ঘরের লুজ তারের মাধ্যমে সংযোগ দিচ্ছেলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।