9186

04/20/2025 জমি ক্রয়-বিক্রয়ে প্রকৃত মূল্য লিখতে হবে : বিভাগীয় কমিশনার

জমি ক্রয়-বিক্রয়ে প্রকৃত মূল্য লিখতে হবে : বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল ২০২২ ০৬:০৩

রাজশাহী মহানগরীতে সরকারী উন্নয়ন প্রকল্পের জন্য বিভিন্ন সময়ে ভূমি অধিগ্রহন করা হয়েছিলো। ভূমি, গাছ ও অবকাঠামো অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্ত ৩৬ জন ভূমি মালিকদের মাঝে প্রায় এক কোটি আটাশি লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশত টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এল এ শাখার রাজশাহীর সুমন চৌধুরীসহ ভূমি অধিগ্রহণ শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ২০৪১ সালে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এ লক্ষে দেশের উন্নয়ন করতে হলে, কলকারখানা, রাস্তাঘাঠ প্রসস্তকরণ, নতুন রাস্তা তৈরী, ব্রীজ্র কার্লভাট ও অবকাঠামোগত উন্নয়নসহ নানা ধরনের উন্নয়ন করা প্রয়োজন। আর এই কর্মযজ্ঞের জন্য ভূমি হচ্ছে মূল উপাদান। এজন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য জনগণের নিকট হতে ভূমি অধিগ্রহন করা হয়ে থাকে। এতে ভূমি মালিকদের অনেক ক্ষতি হলেও সরকার সেই ক্ষতি পুষিয়ে দিতে দেড় গুন থেকে বাড়িয়ে প্রদেয় অর্থ তিনগুন বৃদ্ধি করেছেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, জমি ক্রয় এবং বিক্রয় করার সময় প্রকৃত মূল্য দলিলে উল্লেখ করতে। কারন জমি রেজিষ্ট্রি করার সময় সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করতে প্রকৃত মূল্য কমিয়ে জমি রেজিষ্ট্রি করেন ক্রেতারা। এতে সরকার যেমন ক্ষতিগ্রস্থ হয়, অন্যদিকে জমির মালিকও কোন এক সময় ব্যাপক ক্ষতির সম্মুখিণ হয়। সেক্ষেত্রে সাময়িক সুবিধা না নিয়ে দীর্ঘমেয়াদি চিন্তা করার জন্য জমির ক্রেতা ও বিক্রেতাদের আহবান জানান প্রধান অতিথি।

এদিকে সভাপতির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, তিনি এই জেলার দায়িত্ব গ্রহন করার পরে জেলা প্রশাসন কার্যালয় দুর্নীতি ঘোষনা করা হয়েছে। সেইসাথে জনগণের নির্বিঘ্নে এই অফিসে আসার সুযোগ করে দিয়েছেন। এর ফলে জনগণ এখন তাঁর সাথে বিনা বাধায় সাক্ষাত করছেন এবং তাদের সমস্যা তুলে ধরতে পারছেন। এই ধারা আগামীতেও চলমান থাকবে বলে জানান তিনি।

সেইসাথে জেলা প্রশাসক অফিসে এসে কাজের বিনিময়ে কেউ অবৈধ অর্থ চাইলে সঙ্গে সঙ্গে তাঁকে জাননোর কথা বলেন। প্রমানিত হলে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে সাসপেন্ড করা হবে এবং তদন্ত সাপেক্ষে স্থায়ীভাবে চাকুরীচ্যুত করা হবে বলে উল্লেখ করেন জেলা প্রশসাক। বক্তব্য শেষে উপস্থিত ভূমি মালিকদের হাতে পাওনা টাকার চেক তুলে দেন প্রধান অতিথিসহহ উপস্থিত সকল অতিথিবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]