9187

04/22/2025 বস্তিবাসীর পানির সমস্যা নিরসনে পাম্প স্থাপন

বস্তিবাসীর পানির সমস্যা নিরসনে পাম্প স্থাপন

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল ২০২২ ০৬:০৬

বস্তিবাসীর বিশিুদ্ধ পানির সমস্যা নিরসনে মঙ্গলবার রাজশাহীর উত্তর মহিষবাথান বস্তিতে সাবমার্শিবল পাম্প স্থাপন করা হহয়। রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে বিভিন্ন সময়ে এ নিয়ে ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি সোস্যাল ল্যাবঃ এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারাবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চল এই কর্মসূচী বাস্তবায়ন করছে। কারিতাসের স্বেচ্ছাসেবকগণ রাজশাহী কোর্ট ষ্টেশন হতে বিলসিমলা পর্যন্ত বস্তি এলাকার বিভিন্ন সমস্যাগুলো বিভিন্ন সময়ে তুলে এনে ডায়লগ কর্মশালায় তুলে ধরেন।

সেইসব সমস্যাগুলো নিয়ে সবাই আলোচনা করেন এবং সদস্যাগুলো মার্কিং এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তিনটি বিষয় মনোনীত করা হয়। এরমধ্যে বস্তি এলাকায় বিশুদ্ধ পানির সমস্যা দুরীকরনে সাবমার্শিবল পাম্প স্থাপন গুরুত্ব পায়। এরই ধারবাহিকতায় মঙ্গলবার অত্র বস্তি এলাকারকবর খনন কমিটি কার্যালয়ের নিকটে এই সাবমার্শিবল পাম্প স্থাপন করা হয়।

এই স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন রাসিক রোজ-২ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ও কোর কমিটির সদস্য আয়েশা খাতুন নাদিরা, জিআইজেড রাজশাহী বিভাগীয় সিটি সমন্বয়কারী আকতারুজ্জামান রানা, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল, সদস্য সাংবাদিক ফজলুল করিম বাবলু কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ অন্যান্য ভলান্টিয়ারগণ। উল্লেখ্য পাম্পটি প্রদান করেছেন রাজশাহীর প্রথম শ্রেণির ঠিকাদার ও সরবরাহকারী সালাউদ্দীন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]