9188

03/16/2025 জামিন পেলেন বিএনপি নেতা চাঁদ

জামিন পেলেন বিএনপি নেতা চাঁদ

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল ২০২২ ০৬:০৮

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ জামিনে মুক্ত হলেন। মঙ্গলবার বিকেল ৪টায় রাজশাহী কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন। আবু সাঈদ চাঁদ এর পিএস জালাল উদ্দিন জানান গত ৩১ মার্চ তিনি উচ্চ আদালতের অবকাশকালীন বেঞ্চ হতে জামিন পেলেও তেরদিন পর তিনি মুক্ত হলেন।

উল্লেখ্য ২০১৫ সালের একটি ষড়যন্ত্রমূলকভাবে পুলিশের করা হত্যা মামলার হাজিরা দিতে গেলে জেলা দায়রা জজ কোর্টের বিচারক শরিফুল ইসলাম জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। মামলা সম্পর্কে জানতে চাইলে আবু সাঈদ চাঁদ বলেন, ২০১৫ সালে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গগণতন্ত্র হত্যা দিবসের মিছিলে বানেশ্বর বাজারে পুলিশের গুলিতে তাঁর চাচা মজির উদ্দিন মারা যান।

এ ঘটনায় তাঁর চাচাতো ভাইকে বাদী করে তিনি একটি মামলা করান। পরে পুলিশ বাদি হয়ে পুঠিয়া থানায় পাল্টা একটি মামলা করেন। যার জি,আর নম্বর ০২/১৫ (পুঠিয়া)। সেই মামলায় ২০১৭ সালে পুলিশ তাঁক আসামী করে চার্জসিট প্রদান করেন বলে জানান চাঁদ। ২০১৭ সালের চার্জসিট ২০২২ সালে কোর্ট গ্রহন করে তাঁর নামে গ্রেফতারী পরোয়ানা জারী করলে তিনি উচ্চ আদালত হতে জামিন নেন। সেই জামিনের সোমবার ছিলো শেষ দিন বলে জানান বিএনপি’র এই নেতা।
এ সম্পর্কে আরো জানা যায় ২০১৫ সালে পুলিশ মিছিলে গুলি করে মজির উদ্দিনকে হত্যা করে নিজেদেরকে বাঁচাতে ষড়যন্ত্রমূলক ভাবে তাঁর ও এডভোকেট নাদিম মোস্তফা গ্রুপের মধ্যে মারামারির মিথ্যা অজুহাত তুলে মামলা করেন পুলিশের এক এস.আই। সেই মামলায় জজ কোর্টে হাজিরা দিলে বিচারক জামিন না দিয়ে তাঁকে কারাগারে পাঠান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]