04/19/2025 চারদিন ধরে নিখোঁজ কলেজছাত্র মিজানুর
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২২ ০৮:১০
চারদিন ধরে নিখোঁজ রয়েছেন রাজশাহী কলেজের মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী মিজানুর রহমান। র্যাব পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হলেও এখনো মেলেনি তার সন্ধান। এ ঘটনায় থানায় পরিবারের সদস্যরা থানায় জিডি করতে গেলেও পুলিশ তাদের ফিরিয়ে দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
মঙ্গলবার বিকেলে নগরীর একটি রেস্তোরায় এক সংবাদ সম্মেলনে সন্তানকে ফিরে পাওয়ার আকুতি জানান নগরীর খোঁজাপুর এলাকার বৃদ্ধ আজিম উদ্দিন এবং তার স্ত্রী আছিয়া বেগম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ মিজানুর রহমানের ভাই নবাব শরিফ।
লিখিত বক্তব্যে বলেন, রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী মিজানুর রহমান। গত শনিবার ইফতারির পূর্ব মুহূর্তে লোকচক্ষুর সামনে থেকে তার ভাইকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ৯ টার দিকে একটি মোবাইল নম্বর থেকে র্যাব অফিসের পরিচয় দিয়ে তাদেরকে আটকের বিষয়টি জানানো হয়। ফোন পেয়ে র্যাব অফিসে গেলে তারা আমার ভাইকে তুলে আনার কথা অস্বীকার করে। এতে আমরা বিস্মিত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। এরপর আমরা আরএমপির মতিহার থানায় জিডি করতে গেলে অভিযোগই আমলে নেয়নি পুলিশ। জিডি না নিয়ে আমাদেরকে থানা থেকেও ফিরিয়ে দেয়া হয়।
নিখোঁজের পিতা বৃদ্ধ আজিমউদ্দিন বলেন, কোনো মামলা ছিল না আমার ছেলের নামে। সে লেখাপড়া করে, কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত নয়। তবুও তাকে তুলে এনে অস্বীকার করছে র্যাব। ছেলের চিন্তায় খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে আমাদের। সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়েন মিজানুরের মা আছিয়া বেগম।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কলেজ পড়ুয়া আমার নিরপরাধ ছেলেকে কেন তুলে নিয়ে যাওয়া হলো তার উত্তর এখনো খুঁজে পাচ্ছি না। কী দোষ ছিল তার, যে তাকে তুলে নিয়ে গিয়ে নিখোঁজ করে দেয়া হলো! অবিলম্বে ছেলেকে ঘরে ফিরে পেতে চাই। যদি আমাদের অজান্তে ছেলে কোন অপরাধ থাকে তবে দেশের প্রচলিত আইনে তার বিচার করা হউক।