9191

04/22/2025 ইট ভাটায় দেড় লাখ টাকার জরিমানা

ইট ভাটায় দেড় লাখ টাকার জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল ২০২২ ০৮:২৯

রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে ২টি অবৈধ ইট ভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে বাঘমারা উপজেলার বাইগাছা ও গাঙ্গোপাড়া এলাকার ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

রাজশাহী পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্বে দেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহরাব হোসেন। এসময় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক কবির হোসেন উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহরাব হোসেন জানান, এই অভিযানে বাঘমারা উপজেলার বাইগাছা ও গাঙ্গোপাড়া এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী লাইসেন্স না থাকা এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে পরিবেশের ক্ষতিসাধন করায় ২টি ইট ভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ২টি ইট ভাটার অনুমোদনহীন অবৈধ ড্রাম চিমনি অপসারণ করা হয়। এছাড়াও অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]