9201

04/20/2025 পুঠিয়া-বানেশ্বর সড়ক নির্মান কাজে অনিয়মের অভিযোগ

পুঠিয়া-বানেশ্বর সড়ক নির্মান কাজে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল ২০২২ ০৩:৫৪

রাজশাহীর পুঠিয়া-বানেশ্বর আঞ্চলিক সড়কে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে। এতে করে সড়কটি নির্মানের পর টেকসই নিয়ে এলাকাবাসীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানটি প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করেও কোন লাভ হচ্ছে না। বেশ কিছুদিন কাজ বন্ধা থাকার পর চলতি সপ্তাহের শুরুতে কাজ শুরু করে ঠিকাদার। 

স্থানীয়রা জানায়, সড়কটির ডাব্লু এম এম এর কাজ চলছে পুরো দমে। এতে সড়কটিতে যে খুয়া ব্যবহার করা হচ্ছে তা নিম্নমানের বা সড়কটির আগের কালভাট ভাঙ্গা ইটের খুয়া। এসব খোয়ার উপর দিয়ে রোলার করার সাথে সাথে তা ডাস্টে পরিনত হচ্ছে। এসময় ঠিকাদারের লোকজন ছাড়া পুঠিয়া এলজিইডি আফিসের কোন লোকজন সেখানে ছিলো না। কর্র্তৃপক্ষের নজরদারীর অভাবে এ অবস্থা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

বর্তমানে সড়কটির বানেশ্বর জামালের দোকান হতে মাড়িয়া শাহপাড়া গ্রামের হযরত ফরিকের বাড়ি পর্যন্ত কাজ চলছে। এলাকাবাসী এসব নিম্নমানে খুয়া বাদ দিয়ে সড়কটিতে মানসম্পন্ন খুয়া দিয়ে কাজ করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে মাড়িয়া গ্রামের মমিন সরকার, একরাম হোসেন ও রবিউল ইসলাম বলেন, এসব ইট খোয়া ব্যবহার করা হলে সড়কটি নির্মাণের কয়েক মাসের মধ্যে খানা খন্দের সৃষ্টি হবে। তবে ঠিকাদারের দাবী তারা মানসম্পন্ন ইটের খুয়া দিয়ে কাজ করছেন।

সড়কটি ২০২০-২১ অর্থবছরে এশিয়ান ডেভোলপমেন্ট ব্যাংক (এডিবি) আরসিআইপি প্রজেক্টে এর স্থানীয় সরকার প্রকৌল অধিদপ্তর পুঠিয়া রাজশাহীর এর আওতাধীনে পুঠিয়া কান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে বানেশ্বর বাজার পর্যন্ত ১১ কিমি পাকা সড়ক প্রশস্তশরণসহ পুনঃনির্মানের কাজ শুরু হয়। সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১১ কোটি লক্ষ ৮ হাজার ২’শ ৪০ টাকা প্রাক্কলিত অর্থব্যয়ে নির্মিয়মান কাজটির দায়িত্ব পায় রাজশাহীর ঠিকাদারী দুইটি প্রতিষ্ঠান। এ বিষয়ে পুঠিয়া উপজেলা প্রকৌশলী আফরিন রহমানের দাবি মানসম্পন্ন ইটের খুয়া দিয়ে সড়কটির কাজ চলছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]