9203

04/22/2025 পুঠিয়ায় ডোবা থেকে কঙ্কাল উদ্ধার

পুঠিয়ায় ডোবা থেকে কঙ্কাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল ২০২২ ০৩:৫৮

নিখোঁজের ৬ মাস পর রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি ডোবা থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টর দিকে উপজেলার ভাড়ড়া গ্রামের একটি ডোবার কচুরি পানার নিচ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালের সঙ্গে পাওয়া মালা ও হাতের চুরি দেখে তাকে শনাক্ত করেছে নিখোঁজ নারীর ছেলে লুৎফর হোসেন।

নিখোঁজ ওই বৃদ্ধা নারীর নাম শেরজান বিবি (৯৩)। তিনি বানেশ্বর ইউনিয়নের ভাড়ড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের স্ত্রী। নিখোঁজ বৃদ্ধার বড় ছেলে লুৎফর হোসেন জানান, প্রায় ছয় মাস আগে আমার মা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সকালে হাড়-গোড় উদ্ধারের খবর শুনে সেখানে গিয়ে গলার মালা ও হাতের চুরি দেখে মাকে শনাক্ত করি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ভাড়ড়া গ্রামের একটি ডোবায় মাছ ধরছিলো স্থানীয় কয়েকজন। এ সময় ডোবার পানি শুকিয়ে পানা সড়ালে হাড়-গোড় বেরিয়ে আসে। হাড়গুলো উদ্ধার করে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ওসি আরও বলেন, ওই বৃদ্ধা নিখোঁজ হওয়ার পর থানায় অবগত করেননি তার পরিবারের কোন সদস্য। তবে এখন কোন অভিযোগ দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]