9204

04/20/2025 রাজশাহীতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

রাজশাহীতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল ২০২২ ০৪:০২

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে গ্ৰাম বাংলার নানা ঐতিহ্য নিয়ে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। 

এরপর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত বর্ষবরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক, বিভাগীয় প্রশাসনের স্থানীয় সরকার পরিচালক মো. এনামুল হক, জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক শাহানা আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কল্যাণ চৌধুরী। এছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে রমজানের ভাবগাম্ভীর্য রক্ষায় রাজশাহীতে এবারের পয়লা বৈশাখের সকালে পান্তা-ইলিশের আয়োজন না থাকলেও পুরোনো বছরের গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছরকে বরণ করতে সকাল সাড়ে ৮টায় মহানগরীর আলুপট্টি থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]