921

03/15/2025 ডিবি পরিচয়ে কলেজছাত্রীকে ‘ধর্ষণ’ !

ডিবি পরিচয়ে কলেজছাত্রীকে ‘ধর্ষণ’ !

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২০ ০১:৩৩

রাজশাহীর বাঘায় পুলিশের গোয়ান্দো শাখার (ডিবির) সদস্য পরিচয় দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ছাত্রী মামলা করার পর গ্রাম পুলিশের সদস্যের  প্রতারক সোহেলকে গ্রেফতার করে পুলিশ।

সে বাঘা উপজেলার জোতরাঘব গ্রামের আমিরুল ইসলামের পুত্র। ডিবি পুলিশ পরিচয় দিয়ে সে মাস দুয়েক আগে উত্তর গাওপাড়া এলাকায় কলেজপড়ুয়া এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ওই ছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। ছাত্রীর পরিবার খোঁজ খবর নিয়ে জানতে পারে ওই ইউনিয়নের  সে চৌকিদার। সোমবার দুপুরে ভুক্তভোগী ওই কলেজপড়ুয়া ছাত্রী বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।

আন্দালীব/15-6

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]