03/15/2025 মোহনপুরে হত্যা মামলার দু’আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২০ ০৩:০৩
রাজশাহীর মোহনপুরে যৌতুকের দাবিতে জান্নাতুন ফেরদৌস রিমা (১৫) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- গৃহবধূর শ্বাশুড়ি রেনুকা বেগম (৪৫), ননদ শাকিলা অরুনা (২৬)। উপজেলার মৌগাছি পশ্চিমপাড়া গ্রাম থেকে গতকাল সোমবার রাতে গৃহবধূ রিমার লাশ উদ্ধার করে পুলিশ।
গৃহবধূর পরিবারের দাবি-শ্বশুরবাড়ির লোকেরা যৌতুকের দাবিতে রিমাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। এ ঘটনায় গৃহবধূর বাবা আনারুল ইসলাম বাদী হয়ে রিমার স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ও ননদসহ পাঁচজনকে আসামি করে মোহনপুর থানায় হত্যার মামলা করেন।
আন্দালীব/15