04/19/2025 নারীমুক্তি সংস্থার বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২২ ০৮:৪৯
রাজশাহী মহানগরীতে পথশিশু ভাতার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে নারী মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক শাহানারা বেগম বুলু ও তার প্রধান সহযোগী শামীম হাসান অন্তুসহ সহযোগীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার মতিহার থানায় মামলা দুটি করেন প্রতারণার শিকার মুক্তি বেগম ও বর্ণা খাতুন। মামলা রেকর্ডের পর গা-ঢাকা দিয়েছেন অভিযুক্তরা। অভিযোগ মতে, কয়েকশ নারী এ সংস্থার প্রতারণার শিকার হয়েছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, তিন বছর আগে তাদের প্রত্যেকের কাছ থেকে পথশিশু ভাতার নামে ৪০ হাজার টাকা দেয়ার কথা বলে সাড়ে ৬ হাজার টাকা করে জমা নেয়া হয়।
তিন শতাধিক নারী বিভিন্ন পরিমাণে টাকা জমা করেন। তিন মাসের মধ্যে টাকা ফেরতের কথা বলা হলেও তিন বছরেও সংস্থার লোকেরা টাকা ফেরত দেননি। বেশি টাকার লোভে ছিন্নমূল নারী পুরুষ ও দিনমজুর খেটে খাওয়া মানুষেরা সংস্থায় টাকা জমা করেন।
সম্প্রতি টাকা ফেরতের দাবিতে আমানতকারীরা আন্দোলন শুরু করলে তাদের ওপর হামলা করা হয়। পরে নারী মুক্তি সংস্থার প্রধানসহ কর্মকর্তারা গা-ঢাকা দেন। মতিহার থানার ওসি আনোয়ার আলি তুহিন বলেন, প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।