9238

04/19/2025 র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল ২০২২ ০৪:২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন ফতেপুর গ্রামের বেলাল বাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৫ আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দেলোয়ার (২০)এসময় র‌্যাব তার কাছে থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রাণীবাড়ী চাঁদপুর গ্রামের মুক্তারপাড়া এলাকার ভেনচু ইসলাম এর পুত্র।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন ফতেপুর গ্রামস্থ বেলাল বাজার এর পূর্ব পার্শ্বে জামে মসজিদের উত্তর পার্শ্বে পাঁকা রাস্তার উপর ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। এসময় ঘটনাস্থল থেকে একজন কৌশলে পালিয়ে যায়। অপর জনের কাছে থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]