9240

04/20/2025 রাজশাহীতে পাঁচ তরমুজ দোকানীকে জরিমানা

রাজশাহীতে পাঁচ তরমুজ দোকানীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল ২০২২ ০৫:০২

রাজশাহীতে ক্রেতাসাধারণের জন্য উন্মুক্তভাবে পণ্যের মুল্য তালিকা টাঙানো না থাকার অভিযোগে পাঁচটি তরমুজের দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে নগরীর ভদ্রা মোড় এলাকায় ফল শাহি দোকানকে তিন হাজার টাকা, লাভলি ফল ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা, রেলগেইট এলাকায় ঈশান ফল ভাণ্ডারকে সাত হাজার টাকা, ওয়াসিম ফল ভাণ্ডারকে দুই হাজার টাকা ও মিঠু ফল ভাণ্ডারকে এক হাজার জরিমানা করা হয়। আলাদা দুটি অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব কুমার অধিকারী ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]